শনিবার   ১১ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৫ ১৪৩২   ১৮ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

অবশেষে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫  

দীর্ঘ দুই বছর ধরে ভয়াবহ সহিংসতা ও গণহত্যার পর অবশেষে গাজা উপত্যকার কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তিন ধাপে এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার। তবে সেনা প্রত্যাহারের পরও গাজার অর্ধেকের বেশি অঞ্চল—প্রায় ৫৩ শতাংশ—ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।

গাজার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইতিমধ্যে গাজা সিটির উত্তর-পশ্চিম প্রান্ত থেকে পূর্ব দিকে সরে গেছে। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যমও।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, “সেনারা এমন স্থানে ফিরে যাচ্ছে যেখানে নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় থাকবে।”

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে বলেছেন, “সেনা প্রত্যাহার একটি নির্ধারিত সীমারেখা পর্যন্ত করা হবে।” হোয়াইট হাউস গত সপ্তাহে একটি মানচিত্র প্রকাশ করে জানিয়েছিল, এই প্রত্যাহার হবে তিন ধাপে, এবং বর্তমানটি প্রথম ধাপ মাত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। ইউনিসেফ জানায়, এই সংঘাতে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি শিশু নিহত এবং ৪২ হাজারেরও বেশি আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, এই সেনা প্রত্যাহার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে, তবে গাজায় মানবিক সংকট এখনো চরমে।

এই বিভাগের আরো খবর