বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৫

 অক্সিজেন ছাড়া চলছে কুতুবদিয়া হাসপাতাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮  

 বেশ কয়েকদিন অক্সিজেন নেই কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । ব্যবহৃত হচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। ঔষধ ছাড়াও অক্সিজেন সংকট লেগেই থাকে সারা বছর ।

হাসপাতালের ষ্টোরকিপার রুহুল আমিন জানান, গত একমাস আগে ১১টি অক্সিজেন সিলিন্ডার জমা দিয়েছে সিভিল সার্জন কার্যালয়ে। বাকি ৯টি খালি সিলিন্ডার পড়ে আছে ষ্টোরে। গত একমাসে তিনি ৩ দফা খোঁজ নিয়েছেন সংশ্লিষ্ট অফিসে। কখন পাবেন তা তিনি জানাতে পারেননি।

সিনিয়র ষ্টাফ নার্স মিনাক্ষী দে জানান,   অধিকাংশ সময়ই অক্সিজেন সংকট দেখা যায়  হাসপাতালটিতে। প্রয়োজনীয় মূহুর্তে  রোগি নিয়ে বিপাকে পড়তে হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. জায়নুল আবেদীন বলেন, দু‘সপ্তাহের অধিক সময় ধরে অক্সিজেন ফুরিয়ে গেছে। প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম সরবরাহ থাকায় প্রায়ই ভোগান্তির  শিকার হতে  হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম। খালি সিলিন্ডার সিভিল সার্জন অফিসে জমা দেয়া আছে। 

এই বিভাগের আরো খবর