বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮২

প্রথমবারের মতো কান উৎসবের লালগালিচায় পা রাখলো বাংলাদেশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

প্রথমবারের মতো অফিশিয়ালি কান উৎসবের লালগালিচায়  পা রাখলো বাংলাদেশ। আজ দুপুরে তারা লালগালিচায় ফটোশুটেও অংশ নিয়েছেন। টিমে ছিলেন মোট ৮জন। বেলা সোয়া তিনটায় শুরু হয় ছবিটির প্রথম প্রিমিয়ার। এতে দর্শক সারিতে পাশাপাশি বসেছেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনও ছবি কান উৎসবে অফিসিয়াল সিলেকসনের আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে। ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।
একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প।

কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথী প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর