শুক্রবার   ০১ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৬ ১৪৩০   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৭

স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে একটি নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) জেলা শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করেছে আন্তর্জাতিক সংস্থা এফএইচ এসোসিয়েশন, বাংলাদেশ।
সংস্থার ঝিলিম কমিউনিটির টিম লিডার রাজিয়া জান্নাত বিগত বছরের উল্লেখযোগ্য কাজ, অর্জন, চলমানকার্যক্রম ও আগামী বছরের পরিকল্পনাসমূহ পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করে। সংস্থাটি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সদর উপজেলার অন্তর্গত গোবরাতলা, ঝিলিম ও শাহজাহানপুর ইউনিয়নের প্রান্তিক পরিবারের সদস্যদের মাঝে কাজ করছে। সংস্থা কাজগুলো যাতে যথাযথভাবে সম্পাদন করতে পারে সে জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে। এ সকল কাজ মানুষের আচরনিক অভ্যাস গঠনের জন্য ইতিবাচ অবদান রাখছে বলে বক্তারা উল্লেখ করেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া। তিনি সংস্থার কার্যক্রমগুলোর প্রশংসা করে বলেন, এ সকল কাজ মানুষের জীবন পরিবর্তনের মাধ্যমে সুস্থ্য জীবন যাপনে অবদান রাখছে। সাধারণ মানুষদের জন্য এ ধরনের কাজ খুবই চাহিদা সম্পন্ন বলে তিনি উল্লেখ করেন। আর এ জন্য তিনি সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংস্থার প্রতিনিধি রিপন কিসকু, ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম-এর সভাপতিত্বে এবং টিমলিডার মোঃ কবিরুল ইসলাম-এর সঞ্চলনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলার মেডিক্যাল অফিসার, হেলথ ইন্সট্রাক্টর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এবং বেসরকারী সংস্থা ব্র্যাক, আশ্রয়, প্রয়াস, ডাসকো, এসডিএফ এবং উদ্দীপন -এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর