মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২০

রিটার্ন টিকেট কাটা প্রবাসীরা পাচ্ছেন অগ্রাধিকার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

রাজধানীর কারওয়ানবাজারে সাউদিয়া এয়ারলাইন্স এবং মতিঝিলের বিমান অফিসে আজও সৌদি প্রবাসীদের ভিড়। তাদের অভিযোগ, ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে গেলেও টিকেট পাননি অনেকে। টোকেনের ভিত্তিতে রিটার্ন টিকেট কেটে আসা প্রবাসীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

টোকেন কিংবা টিকেট ভোগান্তি পিছুই ছাড়ছে না সৌদি প্রবাসীদের।

শনিবার (০৩ অক্টোবর) সকালেও মতিঝিলের বাংলাদেশ বিমানের কার্যালয়ে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ঠেকাতে বল প্রয়োগ করতে হয় আইনশৃঙ্খলা রক্ষা বাাহিনীকে। ভিসার মেয়াদ না থাকায় বরাদ্দকৃত টোকেনের চেয়েও কয়েকগুণ বেশি প্রবাসী মতিঝিলে ভিড় করেন।

বিমানের কর্মকর্তারা বলছেন, টোকেনের ভিত্তিতে রিটার্ন টিকেট কেটে আসা প্রবাসীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

একই অবস্থা কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের অফিসে। রোববার দ্বিতীয় দফা টিকেটের টোকেন দেয়ার কথা থাকলেও শনিবারই অনেকে ভিড় করেন।

এ পর্যন্ত ৩৩'শ টিকেট সরবরাহ করেছে সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর