ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৩ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৭

জয়পুরহাটে বাথরুমে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা দায়ের

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা বজরপুর এলাকায় বাথরুমে নিয়ে ৯ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদা জামাল হোসেন (৪০) এর বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। অভিযুক্ত জামাল হোসেন একই এলাকার মৃত লবারির ছেলে।

মামলার বিবরনে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরের দিকে ওই শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। তখন জামাল কৌশলে বাড়ির উঠান থেকে শিশুটিকে তার বাড়ির বাথরুমে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটি তাকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বাবা মাকে বিষয়টি জানায়। এরপরে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত জামালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি । সদর থানার অফিসার ইনচার্জ শাহ্রিয়ার খাঁন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। মামলার পর থেকেই আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি তাকে দ্রত গ্রেপ্তার করতে সক্ষম হব।

এই বিভাগের আরো খবর