সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৪৮

গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯  

সিলেট-চট্টগ্রাম গ্রীন লাইন বাসের এক যাত্রীর সাথে হেলপার কর্তৃক অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত ১৪ এপ্রিল সিলেটের সুবানীঘাট কাউন্টারে রাত সাড়ে নয়টায় ঘটেছে।
গ্রীন লাইনের সেই  যাত্রী অভিযোগ করে বলেন, যাত্রা পথের উন্নত সেবার লক্ষেই আমরা গ্রীন লাইনে এসেছি। কিন্তু গ্রীন লাইন মত লাক্সারী বাসের (এসি স্লিপিং)হেলপার টোকাই সমমানের অশিক্ষিত কি করে হয়? যাত্রীদের সঙ্গে কোন কারণ ছাড়াই তাদের লাঞ্ছিত করছে। এটা খুব দুঃখজনক। ভুক্তভোগী যাত্রী আরও অভিযোগ করে বলেন, বাসের সেই হেল্পারের অশোভন আচরণের সময় পাশে অবস্থান করা  গাড়ির ড্রাইভার,সুপারভাইজার, রিসিপশনে কর্মরত সবাই অজানা কারণে চুপ ছিলেন।

এই বিভাগের আরো খবর