ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২১ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৮

গুগল ম্যাপে দেখা যাবে ট্রাফিক লাইটস

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

মার্কিন প্রযুক্তি জায়ান্ট তাদের জনপ্রিয় পরিষেবা গুগল ম্যাপসে যুক্ত করেছে ট্রাফিক লাইটস দেখার ফিচার। কোন রাস্তায় গেলে সিগন্যালে পড়তে হবে- তা আগেভাগে ম্যাপ দেখেই বোঝা যাবে।

ফলে রাস্তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন গুগল ম্যাপস ব্যবহারকারীরা। গত জুলাইয়ে পরীক্ষামূলকভাবে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি দেখতে পারছিলেন। শুক্রবার অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ব্যবহারকারীদের জন্যও ফিচারটি উন্মুক্ত করে গুগল।

ট্রাফিক লাইটসের ফিচারটি জাপানে কয়েক বছর আগে থেকেই সচল রয়েছে। বহুদিন থেকেই যুক্তরাষ্ট্রে ফিচারটি উন্মুক্ত করার অনুরোধ পেয়ে আসছিল গুগল। এখন থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ফিচারটি কাজ করবে।

গত মাসে কালার ম্যাপিং অ্যালগোরিদমিক টেকনিক যুক্ত একটি ফিচার আনে গুগল। এ আপডেটের ফলে শহর, বন, পর্বত ও মরু এলাকার পার্থক্য ম্যাপস দেখেই চেনা যাচ্ছে। ঘন বনাঞ্চলের রং দেয়া হয়েছে গাঢ় সবুজ। অল্প গাছপালা বা ঝোপঝাড় বোঝাতে ব্যবহার করা হয়েছে হালকা সবুজ রং।

লন্ডন, নিউইয়র্ক ও সান-ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরের সড়ক দ্বীপ ও ফুটপাথও আলাদাভাবে চেনা যাচ্ছে।

এই বিভাগের আরো খবর