শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১০

সুন্দরবন মার্কেটের ৩৪ দোকান উচ্ছেদে বাধা নেই

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০  

রাজধানরীর গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে ডান পাশের ৩৪টি দোকান উচ্ছেদে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এই আদেশ দেন। এর ফলে দোকানগুলো উচ্ছেদে আইনগত আর কোনও বাধা রইল না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি ) তথ্যনুযায়ী, সুন্দরবন স্কয়ার মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএসসিসি'র ভ্রাম্যম্যাণ আদালত।

এ পর্যায়ে ওইদিন দুপুরেই ৩৪টি দোকান উচ্ছেদে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করে সংশ্নিষ্ট দোকান মালিকরা। পরে ৩৪টি দোকান উচ্ছেদে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। বুধবার ওই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

এই বিভাগের আরো খবর