বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৬

সাতক্ষীরায় ডাকাত দলের সঙ্গে গোলাগুলিতে ৪ পুলিশ সদস্য আহত

সাতক্ষীরা প্রতিনিধি,

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

আটক ডাকাত দল

আটক ডাকাত দল

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ছয় ডাকাতকে আটক করে পুলিশ।
আটককৃত ডাকাত সদস্যদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মার্চ) ভোররাতে কেরালকাতা ইউনিয়নের কোটার মোড়ে এ ঘটনা ঘটে। 
আহত পুলিশ সদস্যরা হলেন- সাতক্ষীরা সদর ও কলারোয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, একটি ডাকাত দল ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে ডাকাতির উদ্দেশ্যে কলারোয়ায় অবস্থান করছে এমন খবরে পুরো টিম নিয়ে অভিযান করা হয়। অভিযানকালে দুটো প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, আমি, কলারোয়া ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছি। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ছয় ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর