শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৫

রাজধানীতে চুরি যাওয়া গাড়ি ২৪ঘন্টার মধ্যেই উদ্ধার

রিপোর্টার, শান্ত কবির

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১  

সংসারের একমাত্র অবলম্বন কিস্তিতে কেনা ২৩ লাখ টাকা দামের হায়েস গাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন রাজধানীর ভাটারার মোহাম্মাদ রুবেল। ভাটারার একটি গ্যারেজ থেকে চুরি যাওয়া গাড়িটি পুলিশের আন্তরিকতার কারণে ২৪ঘন্টার মধ্যেই উদ্ধার হয়। সেইসাথে ওই এলাকার গাড়ি চুরির মুলহোতা বেলালকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বেলাল ওই এলাকার গ্যারেজগুলোতে গাড়ির রঙের মিস্ত্রি থেকে হয়ে ওঠে গাড়ি চোর। 

রাত একটা নয় মিনিট। রাজধানীর ভাটারার একটি গ্যারেজের ছবি এটি। নাম-ক্যাব ইনডেক্স; হঠাৎ এক ব্যক্তিকে সেখানে উকিঝুঁকি দিতে দেখা গেল। কিছুক্ষণ পরই আসে আরো একজন; জানা যায় তার নাম বেলাল। কিছুদিন আগেও সে এই গ্যারেজেই গাড়ির রং মিস্ত্র্রি হিসেবে কাজ করতো। সিকিউরিটি গার্ডেরও পরিচিত চরিত্র এই বেলাল।

নিজের হাতের মোবাইলটি সিকিউরিটিগার্ডের দিকে এগিয়ে দেয় বেলাল; ফোনের অপরপাশের ব্যক্তিটির সাথে কথা বলতে বলেন। ওপাশ থেকে জানানো হয় তিনি গাড়ির মালিক-রুবেল; চাবিটি বেলালকে দেয়ার নির্দেশ দেন সেই ব্যাক্তি। পরিকল্পনা মত সিকিউরিটি গার্ডকে চা আনতে পাঠায় বেলাল। সুযোগবুঝে প্রথম ব্যক্তিটি গাড়ি নিয়ে চম্পট দেন।
সট: সিকিউরিটি গার্ড, ক্যাব ইনডেক্স গ্যারেজ, ভাটারা।

ওই এলাকার গাড়ি চালক মোহাম্মাদ রুবেল। সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন তার এই গাড়ি। কিস্তিতে ২৩ লাখ টাকায় কিনেছিলেন তিনি। দুই বছর ধরে এই গ্যারেজে গাড়িটি রাখার কারণেই পরিচয় বেলালের সাথে। তবে, ঘটনার রাতে, গাড়িটির চাবি সিকিউরিটি গার্ডকে দেয়ার জন্য, কারো সাথে মোবাইলে কথা হয়নি রুবেলের।
সট: মোহাম্মাদ রুবেল, গাড়ির মালিক।

সেই রাতেই রুবের সাহায্য নেয় ভাটারা থানা পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজে বেলালকে চিহ্নিত করে তার সর্বশেষ গতিবিধি বের করে পুলিশ। ২৪ঘন্টার মধ্যেই গাড়িসহ বেলালকে ধরতে পারলেও আরেক সহযোগি পালিয়ে যায়।
সট: মোহাম্মাদ মোক্তারুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাটারা থানা।

এদিকে, সিসি ক্যামেরায় দেখা দুজন গাড়ি চোর ছাড়াও মোবাইল ফোনে যে ব্যাক্তিটি গাড়ির চাবি দেয়ার নির্দেশ দিয়েছিল তাকেও ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

এই বিভাগের আরো খবর