শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৬

যাত্রাবাড়ীতে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০  

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জিয়াউর রহমান মুন্না (২৫) ও মো. হাসান (১৯)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্বদানকারী সহাকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবাসহ শনির আখড়া এলাকায় অবস্থান করছে বলে নির্ভরযোগ্য তথ্য পায় গোয়েন্দা ওয়ারী বিভাগ।

এমন তথ্যের ভিত্তিতে শনির আখড়া ব্রিজের ঢাল সংলগ্ন আবেদীন ভবনের সামনে থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর