শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮২

মাগুরা শ্রীপুরে বঙ্গবন্ধু ফুটবল কাপ টূর্ণামেন্ট খেলার উদ্বোধন

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন ২০২১  

মাগুরা শ্রীপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার ১ জুন বিকাল ৪.৩০ মিনিটের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টূর্ণামেন্ট ফুটবল খেলার উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপ টূর্ণামেন্ট খেলায় উদ্বোধন করেন, প্রধান অতিথি শ্রীপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও ছাত্র লীগের শ্রীপুর উপজেলার সাবেক সভাপতি কাজী জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সেচ্ছাসেবকলীগ শ্রীপুর মোঃ আলীমুর রহমান মোল্লা, সব্দালপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও শ্রীপুর আওয়ামীলীগের থানা কৃষি ও সমবায় সম্পাদক মোঃ আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও শ্রীপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার শফিকুর রহমান রবি, উপজেলা মুক্তি যোদ্ধার কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। খেলায় অংশ গ্রহণ করে সব্দালপুর ইউনিয়ন ও গয়েশপুর ইউনিয়ন ফুটবল দল।

এই বিভাগের আরো খবর