বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

মমতার নির্বাচনী সভা বাতিল, যা বললেন বিজেপির নতুন সভাপতি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  


 ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনে একবালপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছে। পানি জমে থাকায় সভা বাতিল বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বুধবার একই সময় ওই জায়গায় সভা করবেন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ও পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর চেতলার সভায় যাবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা বাতিলের ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আজ ভেনিসে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রচার করা হল না। আমরা অনুরোধ করব রাজ্য সরকারের তরফে দুয়ারে নৌকা প্রকল্প চালু করা হোক। জিনিউজের খবরে বলা হয়, রোববার রাত থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। ভাসছে মহানগর। একলাবপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের   সভা করার কথা ছিল সেখানেও জল থইথই অবস্থা। সকাল থেকে জল বের করার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। সভার জন্য যোগ্য পরিস্থিতি তৈরি করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তা সম্ভবপর না হওয়ায়, অবশেষে তৃণমূল নেতৃত্বের তরফে সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সেখানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

এই বিভাগের আরো খবর