শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৬

ভোগ্য পণ্য নকল ও ভেজাল কারীরা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার, কবির হোসেন (শান্ত)

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১  

সিআইডি, ঢাকা মেট্রো-দক্ষিণ এর একটি বিশেষ টিম কর্তৃক গত ১৪/০৩/২০২১/খ্রি, গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামী ১/মোঃ জাহিদুল ইসলাম (৩৫), ২/মোঃ আব্দুল কাদের (২৫),৩/মোঃ ইউনুস আলী (১৯), দেরকে যাত্রাবাড়ী থানাধীন ১৬/১৮৭, গোবিন্দপুর, হাজী মুজিবুর রহমান রোডস্থ তয় তলা ভবনের নিচতলার পূর্ব-দক্ষিণ পাশের ফ্ল্যাটে এবং ১৬/১৮৭ গোবিন্দপুর, হাজী মুজিবুর রহমান রোডস্থ হাজী মোস্তফার বাড়ি সেমি পাকা টিন সেড অবৈধভাবে নামী দামী ব্র্যান্ডের সাথে মিল রেখে তাদের লোগো ব্যবহার করে টিএসটিআই এর অনুমোদন ব্যতীত ভেজাল মিশিয়ে বিভিন্ন ব্র্যান্ডের MIAZYPORE চা,New TIGER চা, Super excel ডিটারজেন্ট পাউডার,New TIGER ডিটারজেন্ট পাউডার,পালস্ চকলেট,চকো চকলেট, Abdullah ROBU Drinks,Hi Speed Drinks, Super Dry Sililka প্রস্তুত করা অবস্থায় গ্রেপ্তার করা। আসামিদের নিকট হইতে বিপুল পরিমাণ নকল ও ভেজাল মিশ্রিত ভোগ্য পণ্য এবং ব্যবহার্য পণ্য জব্দ করা হয়। এছাড়াও এ সমস্ত পূর্ণ প্রস্তুত কাজে ব্যবহৃত পা সিলিং মেশিন, মিক্সার মেশিন, প্যাকিং মেশিন, প্যাকেজিং কাজে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়। যার সর্বমোট অনুমান মূল্য =১৫,৩৪,৮২০/-(15 লক্ষ 84 হাজার আটশত বিশ) টাকা। ধৃত আসামি গান সহ অফার সহযোগী পলাতক আসামি ৪/মোহম্মদ শেখ ফরিদ হোসেন@ফরিদ (৩৩) এবং অজ্ঞাতনামা ২/৩ জন আসামি মিলে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের ভোগ্য পণ্য ও ব্যবহারী পণ্য ভেজাল মিশিয়ে প্রস্তুত করত: প্যাকেট জাত করে বাজারজাত করে আসছে। বর্ণিত আসামিদের বিরুদ্ধে সূত্রেlক্ত মামলাটি রুজু হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

জব্দকৃত মালামাল এর বর্ণনা:
১, মিয়াজিপুর চা প্যাকেট =৪৮৬৪ টি।
২, সুপার এক্সেল ডিটারজেন্ট=৬১২০ প্যাকেট।
৩, চকোচকো চকলেট =৪০০০ পিস।
৪, পালস চকলেট=৫৪০০ পিস।
৫, নিউ টাইগার ডিটারজেন্ট পাউডার=৩৭৩৬ প্যাকেট।
৬, সুপার ড্রাই সিলিকা জেল=২৪০০০ প্যাকেট।
৭, হাই স্পিড ললিপপ=৭৫ টি।
৮, রোবু  ড্রিংকস=১০০টি।
৯, রোবট ড্রিংকস=৬৫টি।
১০, মিক্সার মেশিন=০১টি।
১১, প্যাকিং মেশিন=০১টি।
১২, পা সিলিং মেশিন=০৭টি।
১৩, সিলিকা রোল=১৫টি।
১৪, সিলিকা গুড়া=০৪ কেজি।
 

এই বিভাগের আরো খবর