শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬০

বিয়ে নিয়ে প্রতারণা, ভূয়া কাজী গ্রেফতার

শান্ত কবির

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১  

ব্যবসায়ীদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনালাপে প্রথমে প্রেমের সম্পর্ক। এরপর বাসায় নিয়ে আপত্তিকর ছবি ধারণ করে, কথিত কাজী দিয়ে ভূয়া কাবিননামায় অধিক টাকায় বিয়ে সম্পন্ন।২০১৭ সাল থেকে রাজধানীতে অনেক ব্যবসায়ীর কাছ থেকে এভাবে চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এমনই চক্রের মূল হোতা লিনা মাহমুদসহ তার দুই সহযোগী মনির ও ভূয়া কাজী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

কখনো মিলা, কখনো লিনা মাহমুদ। এমন পরিচয়ে ব্যবসায়ীদের সাথে ফোনালাপ। এরপর নানান প্রলোভন দেখিয়ে তাদেরকে নির্ধারিত বাসায় ডেকে নিতেন এই নারী। 

এরপর বাসায় নিয়ে, কৌশলে, ধারণ করতো আপত্তিকর ছবি। এসময় এই চক্রের বাকী সদস্যদের ডেকে এনে জিম্মি করতেন ওই ভুক্তভোগিকে। দাবি করতেন মোটা অংকের টাকা। অপারগতা প্রকাশ করলেই ভূয়া স্ট্যাম্প ও ভূয়া কাবিননামায় কাজীর মাধ্যমে বিয়ে পড়িয়ে আদায় করতো কাবিনের টাকা। তাকে সহযোগিতা করতো সায়েম, রাজিব, মনির ও কথিত কাজি হাবিবুর রহমান।

কাওরান বাজারের এমনই এক ব্যবসায়ীকে টার্গেট করেন তারা। সায়েম মোবাইল নম্বর সংগ্রহ করে দিতো মিলার কাছে। এরপর প্রেমের সম্পর্ক গড়ে মিরপুরের একটি বাসায় নিয়ে, জোড় পূর্বক বিয়ে পড়িয়ে, দাবি করেন ৭ লাখ টাকা। পরে টাকা দেয়ার স্বর্তে বেড়িয়ে, এসে, থানায় অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

মামলার পরপরই, গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে, এই চক্রের মূল হোতা মিলাসহ তার দুই সহযোগি মমিনুল ইসলাম ও কথিত কাজী হাবিবুর রহমান। 

পুলিশ জানায়, ২০১৭ সাল থেকে তারা এই প্রতারণায় জড়িয়ে পড়ে। এজন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে চক্র গড়ে তোলে। এভাবে অনেক ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। 

এই চক্রের অন্যতম সদস্য রাজিব ও সায়েমসহ বাকিদের ধরতেও অভিযান চালিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ।

এই বিভাগের আরো খবর