বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৬

বাসে ভাড়া বেড়েছে, দুর্ভোগের সীমাও ছেড়েছে

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বাসের ভাড়া বাড়িয়ে যাত্রী কমানোর সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনই নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে। বুধবার সকাল থেকে এই দুর্ভোগ শুরু হয় রাজধানীবাসীর।

বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও উঠতে পারেননি কেউ কেউ। বাস যেন থামছেই না। আবার কোনওমতে যারা উঠতে পেরেছেন; তারাও ভেতরে গিয়ে পড়েছেন সংকটে। মাস্ক নেই যাত্রীদের, মাস্ক নেই চালক ও অনেক সহকারীরও।

সকাল থেকে শুরু হওয়া রাজধানীর বিভিন্ন স্থানের গণপরিবহনের এমন চিত্র প্রায় দিনভরই দেখা গেছে। ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। ক্ষুব্ধ ও নিরূপায় হয়ে সিএনজি বা রিকশার মতো পরিবহনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়েছে মানুষকে।

রাজধানীর যাত্রাবাড়ী, খিলগাঁও বিশ্ব রোড, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর, ফার্মগেট, শাহবাগসহ বিভিন্ন বাসস্টপ ও মোড়ে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। দেখা গেছে বেশির ভাগ বাসের আসনই পূর্ণ। অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। তবে ভাড়া নেওয়া হয় ৬০ শতাংশ বেশি।

সকাল সাড়ে ৯টার দিকে শ্যামলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মতিঝিলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন সীমা ইসলাম। তিনি  বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছেন; বাসে উঠতে পারেননি। এ রুটে যে নির্ধারিত বাস, সেগুলো গেট লক করে চলে গেছে।

বাংলামোটরে বাসের জন্য অপেক্ষায় থাকা ইব্রাহীম সরকার বলেন, হুড়োহুড়ি করে অনেককে বাসে উঠতে দেখেছেন। স্বাস্থ্যবিধি কেউই মানছে না। ভাড়া বাড়ার পরও এমন সেবা হতাশ করেছে। বাসের আশা ছেড়ে এখন সিএনজি খুঁজছেন।

দেশজুড়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিপ্রেক্ষিতে সোমবার গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার নির্দেশনা জারি করে সরকার। এরপর আসন ফাঁকা রেখে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যা চলবে আগামী দুই সপ্তাহ।

এই বিভাগের আরো খবর