শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৫

বাংলাদেশের কাছে সিরিজ হার লজ্জার: জয়সুরিয়া

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৭ মে ২০২১  

বাংলাদেশের সঙ্গে চলতি সিরিজের আগে আটটি ওয়ানডে সিরিজ খেলে শ্রীলঙ্কা। যার একটিতেও জয় পায়নি বাংলাদেশ। তবে দিন বদলে গেছে। দেশ, দেশের বাইরে নিজেদের প্রমাণ করে যাচ্ছে টাইগাররা।

এতদিন ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত বড় দলগুলোকে সিরিজে হারালেও লঙ্কানদের হারানো যাচ্ছিল না কোনোভাবেই।

তবে এবার তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের প্রথমবারের মতো সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আর এই হারটা মানতে পারছেন না শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সানাৎ জয়সুরিয়া।

আগামী ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে নিয়মিত অধিনায়কসহ দলের কজন অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিয়ে অনেকটা তরুণদের নিয়ে গড়া দল নিয়ে সফরে এসেছে শ্রীলঙ্কা।

তরুণ হলেও দলটার প্রায় সবারই অভিজ্ঞতা আছে লম্বা সময় জাতীয় দলে খেলার। কিন্তু জয়সুরিয়া মানছেন, লঙ্কান ক্রিকেটের জন্য বাংলাদেশের কাছে হারাটা অশনি সংকেত।

‘আমি একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ায় বাংলাদেশের কাছে প্রথমবার সিরিজ হার মেনে নিতে কঠিন হয়ে যাচ্ছে। জাতীর সম্মান ঝুঁকিতে রয়েছে, শেয ম্যাচ লড়াই চালাও ছেলেরা।’

তবে কী শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলে লঙ্কা জাতি সম্মানও হারিয়ে ফেলবে!

এই বিভাগের আরো খবর