শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৩

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০  

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা।

মানববন্ধনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সভাপতি এবং সম্পাদকসহ হাজারো আইনজীবী অংশ নেন।


মানববন্ধনে আইনজীবীরা বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশরই জন্ম হতো না। আজ স্বাধীনতাবিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করেছে। এসব মৌলবাদী জঙ্গিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’

এই বিভাগের আরো খবর