শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮১

নিয়ন্ত্রণে ঢাকা মেডিক্যাল কলেজের আগুন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে এরশাদ হোসেন তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার পোনে ২টার দিকে সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরশাদ হোসেন জানান, প্রথমে দুইটা পরে আরো একটি ইউনিট পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুনের থেকে ধোঁয়া ছিল অনেক বেশি। সূত্রপাত এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা মেডিক্যাল কলেজের একটি সূত্র জানায়, ধারণা করা হচ্ছে, এসির সমস্যার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এই বিভাগের আরো খবর