বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬২

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের লোগো পরিবর্তন

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের লোগো পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু ও সাধারণ সম্পাদক রোকন বাপ্পী এক বিজ্ঞপ্তিতে লোগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনটির সভাপতি শাকিল বাবু বলেন, "লোগো একটি সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটির মাধ্যমেই সংগঠনকে মৌলিকভাবে চিহ্নিত করা যায়। এ কারণেই আগের লিগটিতে কিছু পরিবর্তন করে নতুন করে লোগো তৈরি করা হয়েছে। এখন থেকে নতুন এই লোগোটির সংগঠনের সকল কাজে ব্যবহার করা হবে।"

সাধারণ সম্পাদক রোকন বাপ্পী বলেন, "একটি লোগো, একটি পতাকা, একটি জাতির পরিচয় বহন করে। একটি জাতিকে চেনা যায় এই চিহ্ন দিয়ে। ৫৭ একরের এ নজরুল ক্যাম্পাসের সঙ্গে মিলি-মিশে আমাদের পরিচয়। চিরকাল স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে এ পরিচয়। দীপ্তি ছড়াবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে।

এই বিভাগের আরো খবর