বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৯

ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপে দুইজন নিহত ও একজন গুরুত আহত হয়েছে

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কে দুই সেলফি পরিবহণ বাসের প্রতিযোগিতায় সাইটে দাঁড়িয়ে থাকা দুই যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয় ও গুরুত্ব একজন আহত হয়। বৃহস্পতিবার (৭ ই ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা বাস স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন টাঙ্গাইলের মির্জাপুর থানার মোকসেদ আলীর ছেলে ও ৪১ তম বিসিএস  এ সুপারিশ প্রাপ্ত মোঃ রুবেল পারভেজ, মানিকগঞ্জের শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মান্নান। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯ দিকে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনজন। এ সময় সেলফি পরিবহনের দুই বাস একে অপরকে ওভারটেক করার চেষ্টা করলে পথচারী তিনজনকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে  পারভেজ ও মান্নান মারা যায় অপরজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয় ,সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আব্দুল মান্নান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের একটি বাস রেখে চালক ও সহযোগী পালিয়ে গিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর