শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৩

দেশ থেকে পালানোর সময় পি কে হালদারের সহযোগী শুভ্রা গ্রেপ্তার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

 

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ মাথায় নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী শুভ্রা রানী ঘোষকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

গ্রেপ্তার শুভ্রা ওয়াকামা লিমিটেডের পরিচালক। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আজ সোমবার (২২ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পি কে হালদারের দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগে তাঁর বান্ধবী ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে দুদক। দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার তাঁকে গ্রেপ্তার করেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারের পর শুভ্রাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাঁকে আদালতে পাঠানো হবে। 

এই বিভাগের আরো খবর