শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৭

জেনে নিন বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের সূচি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২ জুন ২০২১  

বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে কাতারে অবস্থান করছে। সেখানেই এশিয়ান অঞ্চলের ‘ই’ বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইপর্বের তিনটি ম্যাচে অংশ নেবে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি। প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমান।

২৮ মে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছলেও কোনও প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেনি জেমি ডে’র শিষ্যরা। কোভিড প্রটোকলে শুধু অনুশীলনের সুবিধা পাচ্ছে বাংলাদেশ দল।

অনুশীলন ক্যাম্প কাতার ও সৌদি আরবে করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। তাই ঘরের মাঠেই প্রস্তুতি সাড়তে হয়েছে লাল-সবুজদের।

ঢাকা ছাড়ার আগে ঘরের মাঠে ২৭ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলেছে জাতীয় দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

এদিকে প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

সোমবার (৭ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজরা লড়বে ভারতের বিপক্ষে। ওই ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

‘ই’ গ্রুপের শেষ ম্যাচে তপু বর্মণ-বিপলু আহমেদরা লড়বে ওমানের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে এই ম্যাচ।

প্রতি ম্যাচই বসবে দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে।

ম্যাচগুলো সম্প্রচার করা হবে টি স্পোর্টস, গাজী টিভি ও বাংলা টিভির পর্দায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও।

এক নজরে দেখে নেবো ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

গোলকিপার

‌আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, রাসেল মাহমুদ লিটন

ডিফেন্ডার

তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মো. ইমন, রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী

মিডফিল্ডার

জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মো. আব্দুল্লাহ, বিপলু আহমেদ

ফরোয়ার্ড

সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহি, মতিন মিয়া, মো. মেহেদি হাসান রয়েল, মোহাম্মদ জুয়েল।

এই বিভাগের আরো খবর