শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৬

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০  

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। প্রেস ক্লাবের মিলনায়তনে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করছেন। কমিটির অন্য সদস্যরা হলেন জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এস এম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।
 
নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরো সাতজন প্রার্থী রয়েছেন।

নির্বাচনের প্রার্থীরা হলেন সভাপতি পদে কামাল উদ্দিন সবুজ ও ফরিদা ইয়াসমিন। সিনিয়র সহসভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহসভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা। সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান ও মো. ওমর ফারুক।

দুটি যুগ্ম সম্পাদক পদে কল্যাণ সাহা, নাজমুল আহসান, মাঈনুল আলম, মো. আশরাফ আলী ও সৈয়দ আলী আসফার। কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমাদ বাবলু।

১০টি সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আইয়ুব ভূঁইয়া, কাজী রওনাক হোসেন, কামরুল হাসান দর্পন, কে এম শহীদুল হক, জাহিদুজ্জামান ফারুক, জিয়াউদ্দিন সাইমুম, বখতিয়ার রানা, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, নুরুননবী রবি, মহিউদ্দিন সরকার, মোস্তফা কামাল মজুমদার, মো. গোলাম কিবরিয়া, মো. ফেরদাউস মোবারক, রহমান মুস্তাফিজ, রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ), রেজানুর রহমান, শামসুদ্দিন আহমেদ চারু, শাহনাজ বেগম পলি, শাহানাজ সিদ্দিকী সোমা, শামসুল হক দুররানী, সলিমউল্লাহ সেলিম, সৈয়দ আবদাল আহমদ ও সেবীকা রানী।

এই বিভাগের আরো খবর