বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

চীন থেকে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১  

চীন থেকে সিনোফার্মার আরও ৫৪ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছাল। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত দুই টার দিকে এ টিকার চালান দেশে এসে পৌঁছায়। চীন থেকে এক সঙ্গে এই প্রথম এত টিকা দেশে আসলো।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা চীন থেকে আসা টিকা গ্রহণ করেন।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি প্রধান এবং মন্ত্রী কাউন্সিলর হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সর্বদা বাংলাদেশি বন্ধুদের সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে। তাদের যখনই প্রয়োজন হবে তখনই আমরা পাশে থাকবো।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, ‘প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার শিডিউল পেয়েছি। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে। প্রতি চালানে আসবে ৫০ লাখ ডোজ টিকা। আগামী নভেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর