শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৫১

গুলশানে নয়নের খুটির জোরে চলছে দুইটি অবৈধ স্পা সেন্টার

মো. মোহন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১  

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে গড়ে উঠা গুটিকয়েক স্পা ও পার্লার সরকারের নিয়মনীতি মেনে চললেও তার উল্টো চিত্রই দেখা যায় গুলশান এলাকার বেশিরভাগ স্পা সেন্টারগুলোর ক্ষেত্রে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ইঙ্গিতমূলক চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্লায়েন্ট ডেকে যুবক দিয়ে যুবতীদের এবং যুবতী দিয়ে যুবকদের স্পা করানো হয়। ওই সময়ের প্রায় উলঙ্গ ছবি বা ভিডিওচিত্র ধারণ করে তা দিয়ে পরবর্তীতে ব্লাকমেইলিং করার ঘটনাও রয়েছে। এ ক্ষেত্রে সুন্দরি বাঙালি তরুণী ছাড়াও থাই, নেপালি বা অন্য কোনেও বিদেশি তরুণীদেরও ব্যবহার করার তথ্য রয়েছে। এছাড়াও ওইসব স্পটে গ্রুপবেঁধে চলে অবৈধ কর্মকাণ্ড, ঠিক যেন মধুচক্রের আসর। ঢাকা মহানগরীতে গুলশান এলাকায় অভিজাত ফ্ল্যাটে সীমিত আকারে স্পা-পার্লারের নামে চলছে জমজমাট দেহ ব্যবসা। কিছুদিন আগে ওসি আবুল হাসানের যোগদানের পর অসংখ্য স্পা ব্যবসায়ীরা ছত্রভঙ্গ ও কিছুটা নিষ্ক্রিয় হলেও থামানো যাচ্ছেনা মোহাম্মদ নয়ন পরিচালিত গুলশান আর এম সেন্টারের চতুর্থ তলায় আগোরা বিল্ডিংয়ে হোয়াইট বিউটি স্পা ও গুলশান-২ নং প্লাডিয়াম মার্কেটের লেভেল- ৩ এর ড়ায়মন্ড বিউটি সেলুন এন্ড স্পা এর অবৈধ ব্যবসায়ীক কার্যক্রম। একই এলাকার বিভিন্ন স্থানে রয়েছে মোহাম্মদ নয়নের একাধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানগুলোর সার্বিক তদারকি ও নিয়ন্ত্রণে রয়েছে উর্তি বয়সের নারীরা, যেখানে যোগান চক্রের আকাঙ্ক্ষা নিবারণের আখড়াগুলোতে সারা দিন আগত লোকজনের বিচরণে সরগরম থাকে। কাষ্টমারদের চাহিদা মতো নারী যোগারে চলে নানা মুখী হীন প্রতিযোগিতা। ফলে এসব ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের প্রলোভনের ফাঁদে উর্তি বয়সের তরুণ তরুণীরা পা দিয়ে অশ্লীল কার্যকলাপে জড়িয়ে পড়ছে। 

জানা যায়, নামধারী কিছু নেতা কর্মী ও একটি প্রভাবশালী মহলের স্বার্থসিদ্ধি এবং মদদ পৃষ্ঠ হয়ে মোহাম্মদ নয়ন অবৈধ স্পা সেন্টারগুলো পরিচালোনার সুযোগ পাচ্ছে।

এই ব্যাপারে মোহাম্মদ নয়নের সাথে সরাসরি ও পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি  ফোন কলে কোন সাড়া দেন নাই। পরবর্তিতে তার পরিচালিত ঐ দুই প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহে গেলে, সাংবাদিক বুঝতে পেরে কোন প্রকার তথ্য দিতে অস্বীকৃতি জানায়।

এ ব্যপারে গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, তাদের অবৈধ স্পা সেন্টারের বিষয়টি নজরে এসেছে আমরা প্রয়োজনে শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

এই বিভাগের আরো খবর