শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৭

কাদেরের প্রথম জানাজা অনুষ্ঠিত

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০  

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ অবস্থিত বাসাসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা।

জানাজা শেষে মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফনের জন্য বনানী কবরস্থান নেওয়া হবে কাদেরের মরদেহ।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত  সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা।

পরে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে চলছিল তাঁর চিকিৎসা। আজ সকালে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি। নিভে যায় দারুণ উচ্ছ্বাসে ভরা এক প্রাণ।

এই বিভাগের আরো খবর