মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৭

ওমান ও সউদি আরবে রাউজানের দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু!

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০  

ওমানে সড়ক দুর্ঘটনায় মো: মুসা (২১) ও সউদি আরবে শ্বাস কষ্টে মো: আবদুল মোনাফ (৫০) নামের রাউজানের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। ওমানের সালালা নামক স্থানে সোমবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মুসার সাথে থাকা এক ভারতীয় প্রবাসীর মৃত্যু হয়। এঘটনায় আহত মুসাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে মারা যান মুসা। 
অন্যদিকে, সউদি আরবে শ্বাসকষ্টে মো: আবদুল মোনাফ সেদেশের একটি হাসপাতালে গত কয়েক দিন আগে মৃত্যু হলে গত সোমবার সন্ধ্যায় তাঁর পরিবারকে মোনাফের মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় প্রবাসীরা।   
জানা গেছে,   নিহত মো: আবদুল মোনাফের বাড়ি রাউজান পৌর এলাকায় এবং ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত মুসা উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের শাহাদুল্লাহ্ কাজীর বাড়ি মো: এজাহার মিয়ার পুত্র। 
পারিবারিক সূত্রে জানা গেছে,  মো: মুছা পরিবারের সুখের আশায় লেখাপড়া বাদ দিয়ে গত পাঁচ বছর আগে ওমানে পাড়ি জমান। অসহায় পরিবারে আলো দেখিয়েছিলেন মুসা। আর  কয়েক মাস পর দেশে আসার কথা ছিল মুসার। এদিকে মুসার অকাল মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়ছে। এঘটনায় দুই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর