শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৭

আরচারি বিশ্বকাপের ফাইনালে নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২১ মে ২০২১  

সুইজারল্যান্ডে লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে জায়গা করে নিয়েছেন নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী। দিয়া সিদ্দিকী নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকীর বড় মেয়ে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দিয়া সিদ্দিকী ও তার পরিবার।  আগামী রোববার সেরা হওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সুইজারল্যান্ডের লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে নিয়ে গিয়েছেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা  জুটি।

ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছেন বাংলাদেশের এই দুজন। আগামী রোববার সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

দিয়া সিদ্দিকীর বাবা নুর আলম সিদ্দিকী জানান, আমার মেয়ে বাংলাদেশের হয়ে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করছে যা নীলফামারীবাসী সহ পুরো দেশের জন্য গর্বের বিষয়। আপনারা সবাই দোয়া করবেন রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকী ও রোমান সানা  জুটি যেন বাংলাদেশের হয়ে ফাইনালে জিততে পারে।

এই বিভাগের আরো খবর