শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯১

আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১  

রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাস থাকবে না বলে জানিয়েছে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।  

বুধবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জিয়া সরণি, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগ ও এর আশপাশের এলাকার আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

এই বিভাগের আরো খবর