মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৫

আইসিইউ ছাড়লেন পেলে, বললেন ৯০ মিনিট খেলতে প্রস্তুত আমি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার সাধারণ বেডে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে পেলে নিজেই জানান সে কথা। 

মলাশয়ে টিউমার ধরা পড়ায় তা অস্ত্রোপচারের জন্য গত ৩১ আগস্ট সাও পাওলোর হাসপাতালে ভর্তি হন তিন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সফল অস্ত্রোপচারের পর কিছুদিন আইসিইউতে রাখা হয়।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে পেলে ইনস্টাগ্রামে লেখেন, ‘বন্ধুরা, এই বার্তাটি আপনাদের সবার জন্য। এক মিনিটের জন্যও ভাববেন না যে, আমি আপনাদের পাঠানো ভালোবাসায় মোড়ানো বার্তাগুলো পড়িনি, যা আমি এখানে পেয়েছি। আমাকে ইতিবাচক বার্তা পাঠানোর জন্য নিজের দিনের এক মিনিট উৎসর্গ করায় প্রত্যেককে ধন্যবাদ। আমি ইতিমধ্যেই আইসিইউ ছেড়েছি এবং নিজের রুমে আছি। প্রতিটা দিন আনন্দে কাটছে, ৯০ মিনিট ও অতিরিক্ত সময় খেলতে প্রস্তুত আমি। আমরা শিগিগরই একত্র হব।’
 

এই বিভাগের আরো খবর