রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন: নাহিদ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

নির্বাচনি প্রচারণায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ ও প্রচারকালে তিনি এসব কথা বলেন।

 

এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার কর্মী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা ব্যর্থ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।”

 

ভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, “যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।”

 

তিনি আরও বলেন, কোনো ধরনের প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থী বেছে নেওয়া জরুরি। তার ভাষায়, “চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।”

 

এ সময় এনসিপির আহ্বায়ক একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশাও ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর