বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠকে আজ (১৫ জানুয়ারি) অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, জাগপাসহ ১০ দলের শীর্ষ নেতারা। তবে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন বণ্টন ও সমঝোতা নিয়ে দীর্ঘ সময় ধরে চলা টানাপোড়েনের কারণে দলটি বৈঠকে অংশগ্রহণ করেনি।

 

দলীয় সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলন আসন সমঝোতা থেকে বের হয়ে গেছে এবং এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

 

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূস জানিয়েছেন, “দলীয় ফোরামে আলোচনা শেষ হওয়ার পর শিগগিরই এ বিষয়ে আমাদের দল কী অবস্থান নেবে, তা পরিষ্কার করা হবে।”

এই বিভাগের আরো খবর