বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৩

হোয়াটসঅ্যাপে অডিও চ্যাট যুক্ত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

হোয়াটসঅ্যাপ বার্তা আদান–প্রদানের পাশাপাশি মুখের কথা ধারণ করে অডিও চ্যাট সুবিধা চালু করতে যাচ্ছে। মেটার মালিকানাধীন অ্যাপটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১২ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে।  

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে। 

খবর অনুসারে, হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে অডিও চ্যাট অপশন যুক্ত করা হবে। চ্যাট উইন্ডোর ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করলেই অডিও চ্যাট অপশন চালু হবে। বর্তমানে চালু থাকা ভয়েস বার্তার আদলেই একে অপরের সঙ্গে অডিও চ্যাট করা যাবে। অডিও চ্যাটে আদান–প্রদান করা বার্তাগুলো শোনার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। আর তাই প্রয়োজনে অডিও চ্যাটে আদান–প্রদান করা বার্তাগুলো একাধিকবার শোনা যাবে। 
 ভবিষ্যতে আইওএস অপারেটিং সিস্টেমে অডিও চ্যাট–সুবিধা চালু করা হবে। ফলে আইফোনেও মুখের কথা ধারণ করে একে অপরের সঙ্গে অডিও চ্যাট করা যাবে। 

এই বিভাগের আরো খবর