ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

রোববার   ১৩ জুলাই ২০২৫   আষাঢ় ২৮ ১৪৩২   ১৭ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৩

সুস্থতা ও মেধার বিকাশে অন্যতম নিয়ামক খেলাধুলাঃ মেয়র ময়মনসিংহ

সেকান্দর আলী( ব্যুরো চীফ)

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, খেলাধুলা শারীরিক যোগ্যতাকে বৃদ্ধি করে, শারীরিক সুস্থতা ও মেধার বিকাশকে নিশ্চিত করে। বর্তমান যান্ত্রিক জীবনে সামাজিকরন ও চেতনা বিকাশেরও অন্যতম নিয়ামক খেলাধুলা।

 শুক্রবার ০১ সেপ্টেম্বর সকাল ০৮ টায় ময়মনসিংহ রোলার স্কটিং একাডেমী আয়োজিত প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে খেলাধুলা ও শরীরচর্চা বৃদ্ধি হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও নানা ইভেন্ট আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়া ও শরীরচর্চায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। 

এ সময় মেয়র রোলার স্কেটিং শেখার সুযোগ তৈরি করার জন্য ময়মনসিংহ রোলার স্কেটিং একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 
 এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রোলার স্কেটিং একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রাকীবুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা খাতুন, প্রশিক্ষণার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর