শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৬৩

শাহবাগে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক-৪

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অবরোধ ও বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের  লাঠিচার্জ করে এবং চার জনকে আটক করেছে। 

রবিবার (৭ফেব্রুয়ারী) বেলা ১১টার সময় রাজধানীর শাহবাগে ৪দফা দাবীতে বিক্ষোভ আন্দোলন শুরু হয়। এতে উপস্থিত হয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, করোনায় দেশের সব কিছু এলোমেলো করে দিয়েছে, আমরাও তার বাহিরে নয়।
আমাদের এক বছরের ক্ষতি কিছুতেই মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

বিক্ষোভ আন্দোলনের এক পর্যায়ে বেলা ১টার দিকে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে এবং শিক্ষার্থীদের অভিযোগ তাদের ওপর অতর্কিত লাঠিচার্জ করা হয়েছে। আবু নাইম নামের এক পলিটেকনিক শিক্ষার্থী বলেন, আমাদের ধাওয়া ও লাঠিচার্জের সময় এক নারী শিক্ষার্থীসহ চার শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোন বক্তব্য এখন পর্যন্ত  পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি চার দফা দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। 
 

এই বিভাগের আরো খবর