শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৭

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না আজ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

সরকারি প্রকল্প বাস্তবায়নে পাইপলাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ বুধবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ব নাখালপাড়া, রেলক্রসিংসংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও সংলগ্ন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্প’–এর দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে।

এ কারণে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ব নাখালপাড়া, রেলক্রসিংসংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও সংলগ্ন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজিচালিত গাড়ি ও আবাসিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এই বিভাগের আরো খবর