শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৫

রাজধানীতে প্রাইভেট গড়ি চালিয়ে ছিনতাই

শান্ত কবির

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১  

প্রাইভেট গাড়ি চালানোর পাশাপাশি, অবসর পেলেই, পথচারীর ব্যাগ ধরে টান দেয় ।  ফলে ঘটে, ছোটো বড় দুর্ঘটনা। গেল ১৪ ফেব্রুয়ারি উত্তরায় এমনই এক ঘটায়, গুরুতর আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন এক স্কুল শিক্ষিকা। পরে, সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর চেক করে, দুই দিনের মাথায় প্রাইভেট কারটি সহ আটক করা হয়েছে ঐ ছিনতাইকারীকে । আটক সুমন এর আগেও উত্তরায় এমন ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে জানায় পুলিশ।

গেল ১৪ ই ফেব্রুয়ারি। উত্তরার চার নম্বর সেক্টরের চার নম্বর সড়ক। বিকেলে বান্ধবীর বাসা থেকে বের হয়ে উত্তরার একটি বেসরকারি স্কুলের কয়েকজন স্কুল শিক্ষিকা, রাস্তায় হাঁটছিলেন। 

এসময় কাল রঙের একটি প্রাইভেট কারের ভেতর থেকে, চালক তাদেরই একজনের ব্যাগ ধরে সজোরে টান দেয়।  ব্যাগটি না ছাড়ায়, পরে গিয়ে গুরুতর আহত হন শামীমা নাসরিন নামের ওই শিক্ষিকা। এরপরও ব্যাগটি নিয়ে পালিয়ে যায়, ছিনতাইকারী চালক। 

ঘটনার পরপরই অনুসন্ধানে নামে, উত্তরা থানা পুলিশ। সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর ধরে, বের করা হয় ওই চালককে সুমনকে। পরে তাকে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।

পুলিশ বলছে, ৫ বছর ধরে, উত্তরার স্বনামধন্য  এক ব্যাক্তির গাড়িচালায় সুমন। অবসর পেলেই ছিনতাইয়ের কাজে জড়িয়ে পড়ত সে।

পুলিশি তৎপরতার কারণে উত্তরায় এ ধরনের ঘটনা কমেছে বলেও জানান ,এই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর