মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৭

যুবদলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। সোমবার (৯ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সংগঠনটির কমিটি গঠনের কথা জানানো হয়। 


কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি, রেজাউল করিম পলকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া বিল্লাল হোসেন তারেককে যুগ্ম সাধারণ সম্পাদক (১ নম্বর), কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক পদ দেওয়া হয়েছে।

পরে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর