ব্রেকিং:
বিপিএল কবে, জানাল বিসিবি ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

বুধবার   ০২ জুলাই ২০২৫   আষাঢ় ১৭ ১৪৩২   ০৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৮

যুদ্ধে আহত ১০ হাজার ইসরায়েলি সেনা, মানসিক সমস্যায় ভুগছে অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ২৫০ সেনাকে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত বছরের ৭ অক্টোবর থেকে এ যুদ্ধ শুরু হয়। যা ৯ মাস পেরিয়ে ১০ মাসে পা দিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে এবং ৭০ শতাংশ সেনাই রিজার্ভিস্ট।

এছাড়া আহতদের মধ্যে প্রায় ৩ হাজার ৬০০ জন (৩৭ শতাংশ) মানসিক সমস্যায় ভুগছে।

হামাসকে নির্মূল করে দিতে গত বছরের অক্টোবর থেকেই গাজায় স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় হামলা চালাতে গিয়ে এখন পর্যন্ত তিনশর বেশি সেনা নিহত হয়েছেন।

চলমান এ যুদ্ধে হামাসের কতজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন সেটি নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে এক গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছিল, তারা ধারণা করছে হামাসের ৮ হাজার যোদ্ধা নিহত হয়েছে। যদিও এ তথ্যের সত্যতা কখনোই যাচাই করা সম্ভব হয়নি।

কিন্তু গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।

গাজায় হামলা চালানোর আগে ইসরায়েল লক্ষ্য নিয়েছিল কয়েকদিনের মধ্যে তারা হামাসকে নির্মূল করবে। কিন্তু ১০ মাসেও এ লক্ষ্য অর্জন করতে পারেনি তারা।

এই বিভাগের আরো খবর