মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০২

ভোট আটকে গেল কোথায়–অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বরের তির্যক প্রশ্ন

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫  

৯০ দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে সক্ষম হলেও অন্তর্বর্তী সরকার এখনও কেন নির্বাচন আয়োজন করতে পারছে না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে এখন কুসংস্কারের দিকে এগুচ্ছে। দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থানের কারণে মব সহিংসতার ঘটনাও বাড়ছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করতে হবে।

এই বিভাগের আরো খবর