বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪

ব্রাহ্মণবাড়িয়ায ট্রাকের সঙ্গে সংঘর্ষে, অ্যাম্বুলেন্স চালকের মৃত্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে।  

আজ বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকাল ৬টার দিকে বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম আব্দুল খালেদ। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. তাজু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, সকাল ৬টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যান। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এই বিভাগের আরো খবর