বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪০

বিকেএসপির ক্রিকেট মাঠে সাড়ে ৫ কেজি ওজনের মাছ!

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২ জুন ২০২১  

প্রবল বর্ষনে প্লাবিত হওয়ায় বিকেএসপির তিন নম্বর এবং চার নম্বর মাঠে বুধবার হয়নি ম্যাচ। মাঠে হাঁটু সমান পানি ওঠায় আগামী ৫ জুন পর্যন্ত এই মাঠে কোন ম্যাচ রাখেনি সিসিডিএম। আশ্চর্য হলেও সত্য, পানিতে ক্রিকেট মাঠ বিল সদৃশ্য হয়ে যাওয়ায় এখানে বড় মাছও ধরা পড়েছে !

মঙ্গলবার বিকেলে মাঠকর্মীদের জালে ধরা পড়েছে সাড়ে পাঁচ কেজি ওজনের আফ্রিকান মাগুর।সেই ছবিটি ফেসবুকে পোষ্ট করেছেন বিকেএসপির ২টি ক্রিকেট মাঠের জন্য দায়িত্বপ্রাপ্ত কিউরেটর এবং প্রথম শ্রেনীর সাবেক ক্রিকেটার নুরুজ্জামান নয়ন।

একটি মাছই নয়, বিকেএসপির তিন নম্বর ক্রিকেট মাঠে আরও দুটি বড় আফ্রিকান মাগুর পড়েছে ধরা। দু'টি মাঠে মাঠকর্মীদের জালে ধরা পড়েছে কার্ফু এবং তেলাপিয়া মাছও ! এমন তথ্য দিয়েছেন কিউরেটর নুরুজ্জামান নয়ন-' পানি নামছে কি না তা দেখতে যেয়ে নেমেছিলাম মাঠে। দেখি লম্বালম্বি ভাবে কিছু একটা এগিয়ে আসছে। আমি কাছাকাছি চলে গেলে দাঁড়িয়ে যায় মাছটা। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। পরে ২ জন মাঠকর্মীকে বললাম জাল দিয়ে মাছটা ধরতে। ওরা তাই করলো।এই মাঠে পরে আরো ২টি বড় আফ্রিকান মাগুর ধরা পড়েছে।আশে-পাশের পুকুরের পানি ভেসে যাওয়ায় মাছগুলো ক্রিকেট মাঠে চলে এসেছে।

এই বিভাগের আরো খবর