সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৪ ১৪৩১   ০৭ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৯

বন বিভাগ কর্তৃক ঘরবাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধ

নজরুল ইসলাম,গাজীপুর।

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪  

গাজীপুর সদর উপজেলায় বন বিভাগের জমিতে বসবাসকারী ব্যক্তিদের উচ্ছেদকে কেন্দ্র করে মানববন্ধন ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

 

গত ২৫ নভেম্বর ভবানীপুর গুচ্ছগ্রাম ও দরগারচালা তেঁতুলতলা এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে বন বিভাগের জমি থেকে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের উচ্ছেদ করা হয়।

 

এই উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে মানববন্ধন করে  ভুক্তভোগী ও স্থানীয় লোকজন। 

 

পরে বেলা ১২টার দিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভবানীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে।

বিক্ষোভকারীরা দাবি জানান , তাদের যায়গা জমি না থাকায় দীর্ঘদিন যাবত সরকারি খাস জমিতে বসবাস করে আসছেন। কিন্তু কিছু দিন যাবত বন বিভাগ উচ্ছেদ অভিযানের মাধ্যমে তাদের এই ঘড়বাড়ি ভেঙ্গে গুরিয়ে দিচ্ছে।যাদের ঘড় ভাঙ্গা হয়েছে তারা এখন শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি। রোহিঙ্গারা যদি এদেশের মাটিতে জায়গা পায় তাহলে আমরা কেন এদেশের নাগরিক হয়ে জায়গা পাবো না। বড় বড় মিল ফ্যাক্টরি  সরকারি জায়গা  দখলকৃত জমি উদ্ধার না করে কেন গরিবদের ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে।

 

তাই আজকে সকলে মিলে মহা সড়কে অবস্থান নিয়েছি। তাদের দাবি যতদিন পর্যন্ত তাদেরকে পুনর্বাসন করা না হলে আর একটি ঘরবাড়িও ভাঙ্গা যাবে না। দাবি আদায় না হলে পরবর্তীতে আগামী রবিবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও সহ বড় ধরনের কর্মসূচি ডাক দেয়ার ঘোষনা দেয়। 

 

 এর ফলে সড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। 

 

পরে জয়দেবপুর থানা পুলিশ ও সালনা হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা ১২টা ৪০ মিনিটে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

 

জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বন বিভাগের জমিতে অবৈধ ঘর বাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে ভুক্তভোগী ও স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ। পরে তাদেরকে বুঝিয়ে মাহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগের আরো খবর