বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

পাংশায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ “আর্ন্তজাতিক নারী দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান, ভেটেনারী সার্জন ডা. মোঃ মোত্তালিব আলী, সাংবাদিক মোক্তার হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যালল কুমার বিশ্বাস। এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সভানেত্রীগন উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিগন।

এই বিভাগের আরো খবর