বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

 

ক্রিকেটারদের অসন্তোষের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত জরুরি অনলাইন বোর্ড সভায় এ সিদ্ধান্ত আসে।

 

তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নাজমুল ইসলাম নিজে পদত্যাগ না করলে তাকে বোর্ড পরিচালকের পদ থেকে সরানোর সুযোগ নেই। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি, আর্থিকভাবে দেউলিয়া ঘোষণা, টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা অথবা স্বেচ্ছা পদত্যাগ- এই শর্তগুলোর কোনো একটি পূরণ না হলে কোনো পরিচালক পদ হারান না। বর্তমানে এসব শর্তের কোনোটিই নাজমুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 

এর আগে তার দেওয়া কয়েকটি মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশেষ করে ক্রিকেটারদের আয় ও অবদান নিয়ে তার বক্তব্য নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর জেরে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব), জাতীয় দলের একাধিক ক্রিকেটার ও অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তার পদত্যাগের দাবিও জোরালো হয়।

এই বিভাগের আরো খবর