রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৫৫

ধর্ষণের বিরুদ্ধে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের মানববন্ধন

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০  

গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় শাহবাগ মোড়ে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে যোগদান করেন। মানববন্ধনটি আয়োজন করে "যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট" নামক সংগঠনটি। সবার একটাই দাবি ধর্ষক নির্বিশেষে যে দলেরই হোক না কেন, তার সঠিক বিচার করার ব্যবস্থা করতে হবে। মানববন্ধনটি পরিচালনা করেন শেখ ইমরানুল হক জেনিস। এই সময় উপস্থিত ছিলেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ। "ধর্ষণের একমাত্র কারণ ধর্ষকের বিকৃত মানসিকতা", "নিজের বোনের চিৎকার আপনি সহ্য করতে পারবেন তো?" এরকম লেখনিযুক্ত প্ল্যাকার্ড নিয়ে সেখানে ২ ঘন্টা অবস্থান করেন আন্দোলনকারীরা।  আন্দোলনরত শিক্ষার্থী আব্দুল্লাহ সালেহীন অয়ন সকল ছাত্রদেরকে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। আন্দোলনকে বেগবান রাখতে এবং নিজের মা বোনদের সম্মান-স্মভ্রম বজায় রাখতে সকলেরই এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত বলে তিনি মনে করেন। মানববন্ধনটির সমাপ্তি ঘটে "যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট" এর আহ্বায়ক মাহমুদুল হাসান শিবলির বক্তব্যের মাধ্যমে। সমাপ্তি পর্যায়ে শাহবাগ থেকে টিএসসি মোড় পর্যন্ত মিছিল করে আন্দোলনকারীরা।

এই বিভাগের আরো খবর