শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

নৈতিক সমাজ’ নামে দেশে আরেকটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এ রাজনৈতিক দলটি নিয়ে আসছেন সাবেক মেজর জেনারেল আ ম স আ আমিন। এ নতুন দলটির উদ্দেশ্য হল নীতিমান নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ তৈরি করা। মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নতুন রাজনৈতিক দলটির ঘোষণা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন- গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
 
২০০১ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন সাবেক মেজর জেনারেল আ ম স আ আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামে যোগ দিয়ে একই আসন থেকে নির্বাচন করেন তিনি। এবার নিজেই একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে নতুন দলটিকে স্বাগত জানিয়ে ড. কামাল হোসেন বলেন, জনগণ সৎ মানুষকে শ্রদ্ধা করে। নতুন প্রজন্মকে নৈতিকতা ও সততা বোধের শিক্ষা দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সম্প্রতি ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল আছে ৩৯টি। এরপরও দেশে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কারণ হিসেবে আ ম স আ আমিন বলেন, দেশের প্রধান সমস্যা হচ্ছে রাজনীতি। এ জন্য নৈতিক মূল্যবোধের ধস নেমেছে। বড় দলগুলো ভালো মানুষদের রাজনীতিতে আনতে পারছে না। মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

আ ম স আ আমিন বলেন, সমাজ-সংস্কৃতিতে নৈতিকতাবোধের অভাব দেখা দিয়েছে। রাজনীতিতে নীতিমান নেতৃত্ব তৈরি করতে হবে। এসব পূরণ করতেই নৈতিক সমাজ কাজ করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, সাবেক মেজর মুজিবুল হকসহ নৈতিক সমাজের কয়েকজন নেতা।

এই বিভাগের আরো খবর