শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬১২

দুরত্ব - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০  

দুরত্ব

 সাজেদা পারভিন সাজু

আজ আকাশের চাঁদটাকে
এনে দিতে পারো ?
একা একা জোস্না মাখো
তারি সাথে ভাব করো ।
কাছে এসে হাতটি ধরে যদি বলো
চাঁদের আলোয় স্নানটি সেরে
অপেক্ষায় থাকো শুধু
জোস্নার আলিঙ্গনের।
দূর থেকে দেখি অবাক চোখে 
নিশিদিন থাকো তুমি সুদূরেই ।
তোমার সাথে এই দূরত্ব
কেন জিইয়ে রাখো ?

এই বিভাগের আরো খবর